৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৪
শিরোনাম:

১০ লাখ পেরিয়েছে ‘তুই কি আমার হবি রে’

পরীমণি ও সিয়াম অভিনীত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের ‘তুই কি আমার হবি রে’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির দুই দিনেই ১০ লাখের বেশি বার গানটি ইউটিউবে দেখেছেন দর্শকরা।

গত বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনের ইউটিউব এবং পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি এই দুই ইউটিউব চ্যানেলে ১১ লাখ ৫৪ হাজারের বেশি বার দেখা হয়েছে।

‘বিশ্বসুন্দরী’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। কবির বকুলের লেখা এ গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।