মডেলিং জগতের এক আলোচিত নাম নায়লা নাঈম। খোলামেলা ছবি ও ভিডিও দিয়ে দেশ-বিদিশে পরিচিত তার। নানা কারণে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে মডেলিংয়ে নানা চমক দেখিয়ে চলেছেন এই ডেন্টিস্ট।
সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। এবার নতুন এক গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। সম্প্রতি ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
গানটির কোরিওগ্রাফি করেছেন আরিফ আলী। মূলত তার কোরিওগ্রাফি আমার বেশ পছন্দের। তিনি গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দেবার পর আর না করিনি। গত ৫ ডিসেম্বর ফ্লোরিডার পিএসপি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই গান।
https://www.youtube.com/watch?v=8g1DGTcO4Yk&feature=emb_err_watch_on_yt