২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
শিরোনাম:

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন. জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। ইতোমধ্যে জঙ্গিবাদ আমরা অনেকটাই দমনে সফল হয়েছি।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। এ দেশে জঙ্গি আসবে তা বিশ্বাস করা যায় না। হঠাৎ দেখলাম টার্গেট কিলিং শুরু হলো। এর প্রত্যেকটিকে দেশি সন্ত্রাস বলা হচ্ছে, তারা বিশেষ বাহিনী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে দাড়িয়েছে। মা তার ছেলেকে প্রশাসনের দিয়ে দিচ্ছেন। বিশ্বের কোথাও কোনো ধর্মে জঙ্গিবাদকে সমর্থন করে না। তাই সবাই মিলে জঙ্গিবাদ দমনে কাজ করলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।