১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৪
শিরোনাম:

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবস
পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্শা সনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজ মাঠে গিয়ে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,বিএনপি ও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব সহ
বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন। একই সঙ্গে সকল সরকারী বে-সরকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পথনাটক প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার(ভূমি)অনুপ দাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা ফাতেমা আক্তার রেখা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম প্রমূখ।

এদিকে উপজেলার মহিপুর আওয়ামীলগ, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা প্রেসক্লাব সহ বিভিন্ন ইউনিয়নের স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেছেন।