২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:০৬
শিরোনাম:

খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টন অভিমুখে বিএনপি নেতাকর্মীরা

বিজয় র‌্যালী হলেও নেতাকর্মীদের মুখে খালেদা জিয়ার মুক্তির শ্লোগান। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ট, ব্যানার, ফেস্টুন ও মাথায় লাল সবুজের ফিতা বেধে জড়ো হচ্ছে বিজয় র‌্যালীতে। কেন্দ্রীয় কার্যাালয়ের সামনে ট্রাকের উপরে করা হয়েছে অস্থায়ী মঞ্চ । মহানগর দক্ষিন বিএনপি সভাপতি হাবীবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্ঠা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বিভিন্ন নেতারা মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের উৎসাহিত করছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ২টায় এ র‌্যালী শুরু হয়। এতে নেতৃত্ব দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন দলের সিনিয়র নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।