১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
শিরোনাম:

ভারতে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, দিল্লিতে সহিংসতায় আটক ৬

বুধবার ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রাজধানী নয়া দিল্লির সিলামপুর এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে জড়ো হয়েছে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে সাধারণ জনগনের। বিক্ষোভকারীরা পুলিশের সাথে খণ্ড যুদ্ধে লিপ্ত হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে জবাবে পুলিশ কাঁদানো গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, পুরো দিল্লির মুসলিম অধ্যুষিত এই এলাকায় একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেক বাস ও গাড়ি ভাংচুর করেছে বিক্ষোভকারীরা। সহিংসতায় আটক হয়েছে ৬ জন।

বার্তা সংস্থা এএফপির সূত্রমতে, মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গের কলকাতায় লক্ষাধিক লোকের মিছিল করে। আজ বিক্ষোভে জড়ো হতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হচ্ছে। এদিকে ভারতের তামিল নাডু, কেরালা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং গুজরাটেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।