১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪১
শিরোনাম:

বগুড়ায় পর্ণোগ্রফি ব্যাবসার অভিযোগে গ্রেফতার ১৬

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পর্ণোগ্রফি সংরক্ষণ ও কেনা বেচার দায়ে ১৬ জন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বেলা ১২ টার সময় র‌্যাব-১২ বগুড়ার একটি টিম শহরের জিরো পয়েন্ট সাতমাথার সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শাজাহানপুরের শাবরুলের আজিজুর রহমানের ছেলে আরিফুর রহমান (২০) ও জালশুকার হাফিজার রহমানের ছেলে নুর আলম (২১), গাবতলীর চকবোচাইয়ের কামাল হোসেনের ছেলে মোস্তাফিজার রহমান (২৫), কদমতলীর মামুনুর রশিদের ছেলে মেহেদী হাসান (২৮), টিউরপাড়ার ফারুক আহম্মেদের ছেলে জিহাদ হোসেন (২০) ও বুরুজ বালুয়াহাটার মামুনুর রশিদের ছেলে সাদেকুর রহমান (২০), সদরের চাঁদনহরিপুর উত্তর পাড়ার মৃত আজিজার রহমানের ছেলে রাসেল হোসেন (২২) ও রাকিব হোসেন (২০), সাবগ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল ওয়াহাব (২১), চান্দুপাড়ার আব্দুর সাত্তারের ছেলে সামিউল ইসলাম (১৯), নামুজার বগার পাড়ার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৩), কান্দারের কাজল মিয়ার ছেলে রাশেদ হোসেন, বড় টেংড়ার আবু জাফরের ছেলে সোহাগ ইসলাম (১৯), নন্দীগ্রামের বিজরুলের মৃত মোকাব্বের আলীর ছেলে মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), কাহালুর মানিকগাছার শাজাহান আলীর ছেলে রিপন প্রামানিক (২০) এবং নওগাঁর পতœীতলার বরহট্টির আব্দুস সামাদের ছেলে বাপ্পী হোসেন (২১)।

র‌্যাব-১২ সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মার্কেটের ভ্রাম্যমাণ দোকানগুলোতে পর্ণোগ্রাফির ব্যাবসা চলতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জন ব্যবসায়ীকে ৪৮ টি হার্ডডিক্স, ১৬ টি মোবাইল, এবং ৩০ টি সিমসহ গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের
বিরুদ্ধে সদর থানায় পর্ণোগ্রাফি আইন-২০১২ ধারায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।।