১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:২২
শিরোনাম:

বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়া ডায়াবেটিক সমিতি পরিচালিত বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের দরিদ্র কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে মিডল্যান্ড ব্যাংক। দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ প্রোগ্রামের অংশ হিসাবে ব্যাংকের বগুড়া শাখার পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

সোমবার দুপুর ২টার সময় বগুড়া ডায়াবেটিক সমিতির হলরুমে কম্বল বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মকবুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল কাফী-ছানা, মিডল্যান্ড ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আহসান হাবিব, কাষ্টমার সার্ভিস ম্যানেজার একেএম নাসরুল হুদা, সার্ভিস এসোসিয়েট মোঃ মিরাজুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মনিকা ইয়াসমিন, বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ মামুন হাসান, সিনিয়র হিসাব কর্মকর্তা মোঃ সুরুজ্জামান সরকার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।