১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৪
শিরোনাম:

বগুড়ায় ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে থানার এসআই সাহেব গনি, সঙ্গীয় ফোস সহ গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন মোকামতলা- জয়পুরহাট পাকা রাস্তার কেকা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে গাড়ী চেকিং করতে থাকে। ২৩ শে ডিসেম্বর রাত্রী সাড়ে ১২. ঘটিকার সময় পাঁচবিবি থেকে ছেড়ে আসা ঢাকাগামী “শ্যামলী” যাত্রীবাহী পরিবহনের নাইট কোচ যাহার রেজিঃ নং- ঢাকা ব-১৪-৪২৮৪ কে
এসআই সাহেব গণি সঙ্গীয় ফোর্সের সহায়তায় সংকেত দিয়ে গাড়ীটি থামিয়ে দেয়। পরে গাড়ী চেকিং করার সময় যাত্রীবাহী কোচের বি-৪ আসনের যাত্রীর দুই পায়ের মাঝখানে প্লাস্টিকের সাদা বস্তায় বিশেষ কায়দা রাখা ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ওই নারীকে আটক করে। আটকৃত নারী হচ্ছে জয়পুরহাট জেলার, পাঁচবিবি থানার ছোট মানিক গ্রামের আজগর আলীর কন্যা মোছাঃ সালমা বেগম ওরফে মাসুমা (৩৩) । শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
মামলা দায়ের হয়েছে।