১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৮
শিরোনাম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ককটেল ‘বিস্ফোরণ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে একটি ককটেল অর্ধ বিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এ কাজটি করছে তা কেউ জানাতে পারেননি।

এদিকে ককটেল বিস্ফোরণের তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। সাংবাদিকদের তিনি বলেন, ‘ককটেল পড়ে আছে এ রকম একটি খবর পেয়ে সরেজমিনে দেখে এসেছি। ডাকসু ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। ককটেল বিস্ফোরণ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে খবর দিয়েছি, ডিবিকে বিষয়টি দেখতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি কাজ করছে, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।’

মধুর ক্যন্টিনের সামনে থেকে ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল পাওয়া গেছে। প্রায় পৌনে এক ঘণ্টা অবিস্ফোরিত অবস্থায় থাকার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিপোজাল ইউনিট নিরাপদভাবে সেটির বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষ্যদর্শীরা জানায়; সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে ককটেল সদৃশ একটি বস্তু মধুর ক্যান্টিনের সামনে পড়ে থাকতে দেখা যায়। তখন উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে সেটির বিস্ফোরণ ঘটায়। সোয়া ১২ টায় সেটির বিস্ফোরণ ঘটানো হয়। ডাকসু ভবনে হামলার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটলো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে কো একটি মহল এমন অপ্রয়াশ চালাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি।

Posted by Channel i on Wednesday, December 25, 2019