১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:২৭
শিরোনাম:

ফরিদপুরে শীতজনিত নানান রোগে অাক্রন্ত হচ্ছেন শিশুরা

হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ বাড়ছে শীত নানান রোগে অাক্রান্ত হচ্ছে শিশুরা। কয়েকদিন ধরে চলা মৃদ্রু শৈতপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশী ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষেরা। হাসপাতালে শিশুদের শীতজনিত রোগিই বেশি। কয়েকদিন ধরে টানা মৃদ্রু শৈতপ্রবাহ বেশী প্রভাব ফেলেছে গ্রাম অঞ্চলে। সকালে এবং রাতে কুয়াশায় জরাজীর্ন  হয়ে থাকে রাস্তাঘাট।

দূর পাল্লার যানবহন গুলোকে হেড লাইট জালিয়ে চলাচল করতে হচ্ছে। দেখা মিলছে না সূর্যের দু -একদিনের মধ্যে হবে বৃষ্টি। শনি ও রবিবার থেকে বাড়বে শীতের প্রকোপ। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং প্রাইভেট হাসপাতালগুলোতে শীতজনিত রোগিই বেশী। চিকিৎসকেরা বলেন, তীব্র শৈতপ্রবাহ বা তীব্র ঠান্ডা থেকে শিশুও বৃদ্ধদের সর্তক থাকার পরামর্শ দেন।