১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯
শিরোনাম:

বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা দু:শাসনের কালো নজীর : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কবর রচনা করে আওয়ামী সরকার।

সোমবার বিবৃতিতে পুলিশের এই কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দল ও মতের মানুষদের ন্যায়সঙ্গত কর্মসূচিকে নস্যাৎ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে জুলুম নির্যাতন চালানো কেবল নিষ্ঠুর ফ্যাসিষ্টদের পক্ষেই সম্ভব। এরা বিবেকশুণ্য, তাই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম উৎপীড়ণ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, এরা প্রতিবাদকে ভয় পায়, কারণ এরা গণতন্ত্রের শত্রুপক্ষ। সুতরাং সারাদেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে সাহসের সাথে এগিয়ে আসার কোন বিকল্প নেই। তা না হলে জনসমাজে কারো কোন নিরাপত্তা থাকবে না।