১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
শিরোনাম:

ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন নাহিয়ান ও লেখক

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের দু’জনকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন সংগঠনের সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত করার দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দুর্নীতির অভিযোগে সংগঠনের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে আল নাহিয়ান ও লেখক সংগঠনের প্রধান দু’টি পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও