২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:২২
শিরোনাম:

শরনখোলায় সিআইডির হাতে আ.লীগ নেতারছেলে গ্রেফতার!

নইন আবু নাঈম, শরনখোলা প্রতিনিধি ঃ বাগেরহাটের শরনখোলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে
আটক করেছে সিআইডি । পরে তাকে শরনখোলা থানায় নিয়ে আসেন। আটক যুবক আব্দুল্লাহ বাবু চাপরাশি (২৬), উপজেলার দক্ষিন রাজাপুর (রসুলপুর) এলাকার বাসিন্দা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন চাপরাশির ছেলে । সাইবার
পুলিশ সেন্টার (সিআইডি)ঢাকা ও মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই প্রশান্ত কুমার শিকদার জানান , ০৭ জানুয়ারী (মঙ্গবার) বেলা সাড়ে এগারোটায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে বাবুর নিজ বাডী থেকে তাকে আটক করে । ২০১৯ সালের ২২ অক্টোবর রসুলপুর এলাকার বাসিন্দা বাবুর
প্রতিবেশি ইয়াসিন নামের এক মটর সাইকেল চালকের (ফেসবুক) আইডি হ্যাক করে কে বা কারা স্থানীয় একটি গরু চুরির বিষয় নিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি /সম্পাদক সহ ৪ ব্যাক্তির বিরুদ্দে মানহানিকর লেখা পোষ্ট করেন। ওই ঘটনায় ইয়াসিন বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একই বছরের ১৩, নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে শরনখোলা থানায় ০৭ নং মামলা দ্বায়ের করেন ।উক্ত মামলা তদন্ত কালে সাইবার নিরাপত্তা দল ওই যুবকের সংশ্লিষ্টতা পান । সে কারনে তাকে আটক করা হয়। শরনখোলা থানার (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।