১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৩
শিরোনাম:

সিটি নির্বাচনে অনিয়ম হলে আন্দোলনের হুঁশিয়ারি গয়েশ্বরের

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটর এলাকায় দলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ হুঁশিয়ারী দেন। এসময় নির্বাচনে অন্তরায় সৃষ্টি না করে ভোটারদের নির্ভয়ে ভোট দানের সুযোগ সৃষ্টি করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এক বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, আমরা হারার আগে হারি নাই। আমরা হারবো না। নির্বাচন নিয়ে যেকোন ধরনের ষড়যন্ত্রের আভাস যদি প্রত্যক্ষ করি তাহলে এই নির্বাচন হবে আগামী দিনের সরকার পতন আন্দোলনের সূচনা। কোন দিক নির্দেশনার অপেক্ষায় আমরা থাকবো না। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য কালক্ষেপণ না করে যেখানে যে অবস্থায় থাকবো সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে নেব।

তিনি বলেন, আমরা রাস্তায় নেমে পড়বো এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে লাশ হয়ে কবরে যাব। এই দৃঢ়তা নিয়ে ঢাকা মহানগরের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সেই আন্দোলনের নেতৃত্ব দেবে আজকের মেয়র প্রার্থী প্রধান সেনাপতি জনাব তাবিথ আউয়াল ।

নির্বাচন সুষ্ঠু করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর আরো বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় সৃষ্টি না করে মানুষ আপনাদের কিভাবে পরিমাপ করে সেটা যাচাই করুন। জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে সহযোগিতা করুন।