২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৯
শিরোনাম:

দর্শকদের নাচালেন,গাওয়ালেন এবং মুগ্ধকরলেন সাগর রায়

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়(পটুয়াখালী)প্রতিনিধি : “সাগর পাড়ের মানু মোরা, কলাপাড়া বাড়ি। করি নাও ডিঙিতে চলাফেরা, নাইরে ঘোরা গাড়ি”। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক
অনুষ্ঠানে একের পর এক গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান সাগর রায়।
গাইলেন প্রায়াত কন্ঠ শিল্পী আইয়ুব বাচ্চুর সেই তুমি কেন অচেনা হলে। এরপর জেমস্ধসঢ়;’র আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ও বাবা কত কাল দেখিনি তোমায় সহ বিভিন্ন শিল্পীর মৌলিক গানে দর্শকদের মাতিয়ে তুলেন এই শিল্পী। উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে শনিবার পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে গভীর রাত পর্যন্ত চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীদের একের পর এক আঞ্চলিক সহ একাধিক মৌলিক গান দর্শকদের নাচালেন, গাওয়ালেন এবং মুগ্ধ করলেন। অনুষ্ঠানে আকর্ষিকভাবে উপস্থিত হলেন বিআরটিএ’র চেয়ারম্যান ড.মো.কামরুলহাসান।

এর আগে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যাপক ড.শহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় রাখাইন শিল্লীসহ অনির্বান শিল্পীগোষ্ঠীর নানা আয়োজন দর্শকদের হৃদয়ে গাঁথে। ‘জেগো ওঠো বাংলাদেশ’ গান ও নৃত্যের সাথে ভেসে ওঠে জাতীয় পতাকা। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার স্যালুট প্রদান করেন। স্থানীয় একাধিক নৃত্য শিল্পী পরিবেশন করেন নৃত্য। এছাড়া কলাপাড়া শিল্পকলা একাডেমির ডিজিটাল বাংলাদেশের উপর নানা নাতির গম্ভিরা পরিবেশন করেন শামীম বেপারি ও স্বজল কর্মকার। অনুষ্ঠানে পুতুল নাচ পরিবেশন করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল দর্শক পর্ব। বাছাইকৃত দর্শকের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় অভিনয় করানো হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়া রাত ৯ টার দিকে জমকালো একের পর এক আতশবাজিতে বর্নিল হয়ে ওঠে উপকূলের দখিনের আকাশ। দিন ব্যাপী আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমানর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার সহ প্রায় কয়েক হাজার মানুষ।