১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৩
শিরোনাম:

৩০ জানুয়ারিই হচ্ছে ঢাকার দুই সিটি নির্বাচন

ঢাকা সিটি নির্বাচনে ভোটের দিন পরিবর্তন সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি খারিজ করে দেন। তবে আপিল করার ঘোষণা দিয়েছেন রিটকারী।

এর আগে নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।  সোমবার এ রিটের প্রাথমিক শুনানি হয়। শুনানিতে আদালত প্রশ্ন তোলেন, পঞ্জিকা দেখে কেন ভোটের দিন নির্ধারণ করা হলো না।

এদিন শুনানিতে ইসির আইনজীবী বলেন, সার্বিক দিক বিবেচনা করে ভোটের তারিখ দেয়া হয়েছে। পিছিয়ে গেলে আগামি তিন মাসের মধ্যে আর নির্বাচন করা সম্ভব নয়।