২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪
শিরোনাম:

বিজিএমইএ’র আশ্বাসে আড়াই ঘন্টা অবরোধের পর শ্যামলীর সড়ক ছেড়েছে পোশাক শ্রমিকরা (ভিডিও)

বেতন-ভাতার দাবিতে রাজধানী ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছে ডায়নামিক ফ্যাশন নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শ্রমিকরা বেতন-ভাতাসহ দেয়াসহ বিভিন্ন বিভিন্ন স্লোগান দেয়।

দুপুর ২ টায় বিজিএমইএ এর প্রতিনিধি দল শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে শ্রমিক প্রতিনিধি  মালিকপক্ষের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।

এ অবরোধের ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালায় পুলিশ।ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।

পোশাক শ্রমিকদের বিক্ষোভ শ্যামলীতে

Posted by Mohsin Uddin Bachchu on Wednesday, January 15, 2020