১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:০০
শিরোনাম:

ঢাকার দুই সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে, বললেন মার্কিন রাষ্ট্রদূত

ইভিএম দেখেছি, এতে কোনো ত্রুটি নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে এমন কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সোমবার দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয় তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের সংগে আলাপকালে তিনি এই কথা বলেন।

মিলার বলেন, আমরা ইভিএম দেখেছি। আশা করছি নির্বাচন শুসঠ ও গ্রহনযোগ্য হবে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য আহবান জানাচ্ছি।

এ সময় তিনি আরো বলেন, এই দুই সিটি করপোরেশনের নির্বাচনে আমরা পর্যবেক্ষক পাঠাবো৷ মিলার বলেন, ভোট নিয়ে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্র’র চেয়েও বেশি উৎসব প্রবণ। এটা গনতন্ত্রের জন্য ভালো দিক যে ঢাকার দুই সিটির নির্বাচন অংশগ্রহণমমূলক হচ্ছে। কে হারবে, কে জিতবে তা বড় কথা নয়। আমি ভোটারদের আহবান জানাবো, তারা যেন সবাই ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে।

তিনি আরো বলেন, আমি ইভিএমটা ঘুরে দেখেছি। ভালো লেগেছে। এই মেশিন নিয়ে আমাদের তেমন কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্র এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।