১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩
শিরোনাম:

শরনখোলায় সাংবাদিককে হত্যার হুমকি!

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলার কতিপয় বালু দস্যুর বিরুদ্দে খবর প্রকাশ করায় শরনখোলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এবং দৈনিক সংবাদ,সমাজের কথা ও অন-লাইন নিউজ পোর্টাল ডেইলী বাংলাদেশ ডটকম এর শরনখোলা প্রতিনিধি (সাংবাদিক) এমাদুল হক শামীমকে হত্যার হুমকি দেয়া হয়েছে । ২০, জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় শরনখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ ওই বালু ব্যাবসায়ীদের পক্ষ নিয়ে মুঠোফোনে এ হুমকি দেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক শরনখোলা থানায় একটি সাধারন ডায়েরী (জিড়ি) সহ বিষয়টি উপজেলা
নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষনিক অবগত করেছেন ।

শামীম জানায়, বনভিবাগের অনুমতি ছাড়া পুর্ব সুন্দরবনের ভোলা নদীতে থেকে আত্মগাতী ড্রেজারের মাধ্যমে স্থানীয় কতিপয় অসাধু ব্যাবসায়ী অবৈধ ভাবে কয়েক দিন ধরে বালু তুলছিলেন । এ বিষয়ে তিনি গত ১৮, জানুয়ারী সংশ্লিষ্টদের সাথে আলাপ করে
একটি প্রতিবেদন করেন তিনি । যা পরবর্তীতে ডেইলি বাংলাদেশ সহ কয়েকটি পত্রিকায় ছাপা হয় । ওই বালু ব্যাবসায়ীদের মধ্যে ভাইস চেয়ারম্যানের ভাই তারেক রয়েছে । হঠাৎ করে সোমবার সন্ধ্যা (অনুমান) ৭টা ২০ মিনিটের সময় আমার ০১৭১২১৭৫৭৯০ নং ফোনে চেয়ারম্যানের ০১৭১৩৮৬৫৮০৫ নম্বর দিয়ে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলে তোকে মেরে ফেলা হবে । ভবিষ্যতে তুই আমার নাম লেখার আগে ৭ বার চিন্তা করবি। আমি কত খারাব লোক তা তোদের জানা নাই ।

তোর প্রেস ক্লাবের গুষ্টি কিলাই । তুই আমার সামনে পড়বি না, তাহলে আস্তা রাখবনা বলে আমার কোন কথা না শুনে তিনি ফোনটি কেটে দেন । এ ঘটনায় শরনখোলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন । ভাইস চেয়ারম্যানের এ ধরনের আচারনের তীব্র নিন্দা জানিয়ে তারা বিষয়টির সুষ্ট তদন্ত ও বিচার দাবি করেন । তবে ,এর আগেও পারভেজ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস এবং সম্পাদক হুমায়ুন কবির সহ অনেক সংবাদ কর্মীর সাথে ক্ষমতার প্রভাব খাটিয়ে খারাপ আচারন করেছেন । এ বিষয়ে জানতে চাইলে ,চেয়ারম্যান পারভেজ দাবি করেন , তাকে কোন হুমকি দেওয়া হয়নি । বিষয়টি জানতে চেয়েছি মাত্র । শরনখোলাথানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ বলেন , বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন জানান ,বিষয়টি আমি অবগত আছি ।