২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:২১
শিরোনাম:

কলাপাড়ায় স্টুডেন্ড কেবিনেটনির্বাচন অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী ঝরে পাড়া রোধ, শিক্ষার মানবৃদ্ধি, উন্নয়নমূলক কর্মাকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং গণতান্ত্রিক মানষিকতা ও নেতৃত্ব সৃস্টির লক্ষ্যে স্টুডেন্ড কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের ‘খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ স্টুডেন্ড কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের ভোট গ্রহন চলে। ৬ষ্ট শ্রেনী থেকে ১০ম শ্রেনীর এক হাজার আটশত ৫৩ জন শিক্ষার্থী বৈধ ভোটার রয়েছে।

স্টুডেন্ড কেবিনেট নির্বাচন নির্বাচনকে ঘিরে সকাল থেকে পুরো বিদ্যালয় ক্যাম্পাস উৎসব মুখর হয়ে ওঠে। শৃঙ্খলা নিয়ন্ত্রনে বিদ্যালয়ের স্কাউট সদস্য এবং পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচনে নয় জন ছেলে এবং সাত জন মেয়ে আটটি পদে প্রতিদ্বন্ধিতা করছে বলে ওই বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষার্থী প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান ইসলাম জিসান।