১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:০৩
শিরোনাম:

গ্রামীণ উন্নয়নই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী

প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানী ভিত্তিক উন্নয়ন করলে হবে না, গ্রাম পর্যন্ত উন্নয়ন না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সারা দেশে পুরনো রেলসেতু মেরামত কারার নির্দেশ দিয়েছেন তিনি। একাত্তর টিভি

রোববার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী ও মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর নিমার্ণসহ ৬টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা রেলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। রেল উন্নয়নের এমন একটি সময় এসেছিলো রেলকে সম্পূর্ণ বন্ধ করে দেয়ার পরিকল্পনা পরবর্তী সরকার নিয়েছিলো।

তিনি আরো বলেন, যারা ক্ষমতায় এসেছিলো মিলিটারি দিক থেকে সংবিধান লঙ্ঘণ করে অবৈধভাবে আসে। এলিট সেনা তৈরি করার বা কিছু লোককে অর্থের মালিক করে।

এসময় গ্রামের সাধারণ মানুষ উন্নয়নের দিক থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম, খুলনা ওয়াসার ‘খুলনা পানি প্রকল্প’, চট্টগ্রামে শেখ রাসেল পানি শোধনাগার, ও এল জি ই ডি কর্তৃক ৯টি ব্রিজ, তিতাস নদীর উপর পিসি গার্ডার সেতু ও মানিকগঞ্জ জেলার কালিগঙ্গা নদীর উপর পিসি গার্ডার সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।