১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৫
শিরোনাম:

শিক্ষকদের নামে মিথ্যামামলাপ্রত্যাহার না করলেআন্দোলন!

নইন আবু নাঈম, শরনখোলা প্রতিনিধি ঃশিক্ষকদের সম্মান নষ্ট করতেই শরণখোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রায়েন্দাসরকারি পাইলট হাই স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবিতে ২৫,জানুয়ারি (শনিবার) রাত৮টায় উপজেলা শিক্ষক সমিতির নেতারা শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদসম্মেলন করেছেন।২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ওই স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতানআহম্মেদ গাজী ও সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহিনের বিরুদ্ধেছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে ওই স্কুলের দশম শ্রেনীর এক ছাত্রীর মাবাদি হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি ওসুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন,একটি কুচক্রী মহলের প্ররোচনায় শিক্ষকদের বিরুদ্ধে শ্লীলতাহানির এমামলাটি করা হয়েছে। এতে শিক্ষক সমাজ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যেসম্পর্কের অবনতি ঘটার আশংঙ্কা করা হচ্ছে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় এরবিরূপ প্রভাব পড়তে পারে । শিক্ষক নেতারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিকরেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারদাবি জানান। মামলা প্রত্যার করা না হলে কঠোর আন্দোলনে নামবেন বলেঘোষনা দেন শিকক্ষরা।

সংবাদ সম্মেলনে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মানিক চাঁদ রায়,রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু হালদার,রাজাপুর মাধ্যমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, রায়েন্দাআর.কে.ডি.এস .পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিমহাওলাদার, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম,খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি হালদার,আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনমানিক, খোন্তাকাটা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুলকালাম মীর, আমেনা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকউৎপল মজুমদার, সাউথখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক দাস’ সহশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।