১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম:

উত্তরার ৫ নং সেক্টরের এক বুথে সাড়ে ৫ ঘণ্টায় পড়েছে মাত্র ১৫ ভোট

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরার ৫ নং সেক্টরের আই.ই.এস স্কুল এন্ড কলেজের একটি বুথে সাড়ে ৫ ঘণ্টায় মাত্র ১৫ টি ভোট পড়েছে। এই স্কুলে তিনটি কেন্দ্র। এখানে নীচ তলার ১৫ নম্বর কেন্দ্রে দুপুর দেড়টার দিকে গিয়ে দেখা যায় বুথগুলোতে ভোট পড়েছে যথাক্রমে ১৮, ২২, ২৩, ১৭, ৩৬, ৩৪ ও ২৩। এই কেন্দ্রের বিভিন্ন বুথে ধানের শীষ প্রতিকের ৫ জন এজেন্ট পাওয়া যায়। তবে নৌকা প্রতিকের এজেন্ট ছিল সবগুলো বুথেই।

এই স্কুলের দ্বিতীয় তলার ১৬ নং কেন্দ্রে গিয়ে দেখা যায় বুথ গুলোতে যথাক্রমে ৫৬, ৬৪, ৮০, ৫৩, ৮৪, ৭০, ৪৮ ও ৫১ টি ভোট পড়েছে। এই কেন্দ্রের বুথগুলোতে ধানের শীষের ৪ জন এজেন্ট খোঁজে পাওয়া যায়। অার নৌকা প্রতিকের এজেন্ট ছিল সবগুলো বুথেই।

এছাড়া দ্বিতীয় তলার ১৭ নং কেন্দ্রের বুথ গুলোতে যথাক্রমে ৯৪, ৮৭, ৭৫, ২২, ১৫ ও ২২ ভোট গ্রহণ করা হয়। এই কেন্দ্রের বুথগুলোতে ধানের শীষের কোন এজেন্ট পাওয়া যায়নি। তবে প্রতিটি বুথেই ছিল নৌকাসহ অন্যান্য প্রর্থীদের এজেন্ট।