৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিএনপি

বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপনির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে স্থায়ী কমিটির নেতাদের একটি অংশ উপনির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিলেও আরেকটি অংশ এর বিরোধিতা করেছেন। ফলে উপনির্বাচন প্রার্থী দেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র আরো জানায়, বৈঠকে ঢাকা সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোটকেন্দ্র দখল, ভোটের গোপন কক্ষে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে, বরাবরের মতো ভোটকেন্দ্র বিএনপির এজেন্ট নিশ্চিত করতে না পারার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলছে। নির্বাচনি মাঠে নেতাকর্মীদের অনুপস্থিতি ঢাকা মহানগরের সাংগঠনিক দুর্বলতার প্রমাণ বলেও মতামত এসেছে। এছাড়া খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টিও আলোচনায় এসেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।