৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯
শিরোনাম:

দুই বছর বিসিবির তত্বাবধানে থাকবে যুব ক্রিকেটাররা, মাসে পাবে ১ লাখ টাকা করে

বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দুই বছর বিসিবির তত্বাবধানে থাকবে আর প্রত্যেকে মাসে এক লাখ টাকা করে পাবেন।

আজ মিরপুর স্টেডিয়ামে আকবরবাহিনীকে সংবর্ধনা শেষে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা বলেন। তিনি বলেন, আকবর, রকিবুল, তামিম ও সাকিবরা এ দেশের বীর। বিশ্বকাপ জয় করা এই বীরদের প্রাপ্তিকে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। বিশ্বজয় করা এই দল নিয়ে আমরা অনূর্ধ্ব-২১ দল গঠন করবো। সংবাদ সম্মেলনে পাপন এও বললেন, কেউ যদি খেলায় মনোনিবেশ না করে তাকে দল থেকে বাদ দেয়া হবে।

এই দলটির প্রশিক্ষণে কোনো কিছুর ঘাটতি থাকবে না। উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান বিসিবি সভাপতি। বিশ্বকাপে যে পারফরমেন্স যুবারা দেখিয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থাই করবে বিসিবি।