৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৩
শিরোনাম:

শনিবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে, বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ২২ ফেব্রুয়ারি

তামিম, রিয়াদ ও মুশফিকদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওইদিন বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। গতকাল বৃহস্পতিবার বিসিবি থেকে এ তথ্য দেয়া হয়েছে।

দুই দল এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুরুতে মাঠে গড়াবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপ শেষ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে নামবে লাল-সবুজের দল।

বিসিবি একাদশের বিরুদ্ধে ১৮-১৯ ফেব্রুয়ারি দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হবে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে দল। প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে দিবা-রাত্রির।