১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম:

সরকারের সিদ্ধান্তেই দুদকের সব কার্যক্রম পরিচালিত হয়, বললেন শাম্মী লাইলা ইসলাম

তিনি বলেন, টিআইবির অন্য ক্ষেত্রে দুদক ভালো নম্বর পেলেও মূল ক্ষেত্রে তাদের অনেক গলদ রয়েছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে হয়রানি করছে। বিভিন্ন ক্ষেত্রে দুদকের দুর্বলতা রয়েছে। মামলা কিভাবে করা হবে তার সব সিদ্ধান্ত নির্ভর করে সরকার এবং শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের মনোবৃত্তির উপর।

মঙ্গলবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে টিআইবির গবেষক আরো বলেন, শুধু স্বাধীনভাবে কাজ করার কথা বললেই হবে না। দুদক সম্পর্কে মানুষের কি ধারণা সে বিষয়গুলোর প্রতি নজরদারী করতে হবে। তাদের আরো স্বচ্ছ হতে হবে।

অনুষ্ঠানে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, সব কিছু সঠিকভাবে মোকাবেলা করা হচ্ছে। ভুয়া তথ্য দিয়ে দুদকের উপরদ্বায়ভার চাপিয়ে দিয়ে ইমেজ নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, একটা ভাসমান রির্পোট করে প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন বরাবরই স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করেছে সামনেও করবে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।