৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩
শিরোনাম:

দিল্লিতে পুড়েছে মুসলিমদের বাড়ি, আশ্রয় মিললো হিন্দুদের ঘরে

অশোক নগরে মঙ্গলবার এক দল দুর্বৃত্ত ৪০ জন মুসলমানের বাড়িতে আগুন দেয়। এ সময় প্রতিবেশী হিন্দুরা তাদের ঘরে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেন। টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স

স্থানীয় বাসিন্দা খুরশিদ আলম বলেন, দুপুর ১টার দিকে বদি মসজিদে এক হাজার দাঙ্গাবাজ প্রবেশ করে। তারা ভাংচুর চালায়, তিন রঙের পতাকা উড়ান তারা। সেখানে তখন ২০ জন নামাজ আদায় করছিলেন। তারা দৌড়ে পালিয়ে যান। তারা জীবন বাঁচানোর জন্য আকুতি জানাতে থাকেন।

মোহাম্মদ তায়েব বলেন, দুপুর দেড়টার দিকে দাঙ্গাবাজরা মসজিদে ভাঙচুর চালায়। তারা এতে আগুন ধরিয়ে দেয়। সেখানে তিন রঙের একটি পতাকা উড়ান। বুধবার স্থানীয়রা পতাকাটি নামিয়ে ফেলেন।

স্থানীয়রা সম্পদ নষ্ট না করার জন্য দাঙ্গাবাজদের অনুরোধ করেন। তারা কথা রাখেননি। তারা রড নিয়ে হামলা চালায়, ভাংচুর করে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আবদুর রশিদ নামে এক বাসিন্দা বলেন, ঘরবাড়ি হারানো মুসলমানদের হিন্দুরা ঘরে আশ্রয় দিয়েছেন। তারা ২৫ বছর ধরে পাশাপাশি আছেন। তারা এক পরিবারের সদস্যর মতো আছেন।

স্থানীয় বাসিন্দা পিন্টু বলেন, মুসলমানরা হিন্দুদের বন্ধু। তাদের সম্পদ বা সম্পর্ক নষ্ট হোক, তা তারা ভাবতে পারেন না। তারা ক্ষতিগ্রস্তদের তাদের ঘরে আশ্রয় দিয়েছেন। তারা তাদের পাশে আছেন।

নিরাজ কুমার বলেন, তারা প্রতিবেশীদের সাহায্য করেছেন। আশ্রয় দিয়েছেন।