১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
শিরোনাম:

দিল্লি ইস্যুতে মুজিববর্ষের আমন্ত্রণ তালিকা থেকে ভারতকে বাদ দেয়া হলে তা অকৃতজ্ঞতা হবে, জানালেন সেতুমন্ত্রী

দিল্লিতে যা ঘটছে তা ভারতের অভ্যন্তরিণ বিষয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের নাক গলানো ঠিক নয়। তিনি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারত ছিলো আমাদের প্রধান মিত্র দেশ। তাই দিল্লি ইস্যুতে মুজিববর্ষ উদযাপনে ভারতকে আমন্ত্রণ তালিকা থেকে বাদ দেয়াটা অকল্পনীয়। তাছাড়া এটা হবে অকৃতজ্ঞতার পরিচয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিক এবং সাংবাদিক উভয়পক্ষের কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হবে। নিজ নিজ অবস্থানে অনঢ় থাকলে সমাধান হবে না, সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, দুদক স্বাধীন বলেই মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে হবে। মন্ত্রিসভার একজন সদস্যের করোনা ভাইরাসে আক্রান্তের খবর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।