৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৮
শিরোনাম:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ আট মাস পর খেলতে নামা টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর লা-সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন। অন্যদিকে অভিষেক হয়েছেন জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ওয়াইসলি মাদিভেরের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে বাংলাদেশ। তামিম ইকবাল ফিরে গেছেন ২৪ রানে। অভিষিক্ত মাদিভিরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে যান তিনি। লিটন দাস ৬২ ও শান্ত ১৫ রানে ক্রিজে আছেন।

এর আগে সর্বশেষ ওয়ানডে ম্যাচে সিলেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো বাংলাদেশ। ২০২০ সালে টি-টোয়েন্টি এবং টেস্ট খেললেও এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : চামু চিবাবা (অধিনায়ক), তিনাশি কামুনহুকামুয়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো, ওয়াইসলি মাদিভেরে, ক্রিস্টোফার পোফু ও চার্ল মুম্বা।