১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
শিরোনাম:

ভোটার উপস্থিতি কম হওয়ার দায় ইসির নয়, সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিত করাই ইসির কাজ, বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সকাল আটটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক র‌্যালিতে অংশ নিয়ে একথা বলেন। যমুনা টিভি

 তিনি আরো বলেন, ভবিষ্যতেও প্রচার প্রচারণায় পোস্টার ও মাইক ব্যবহার নির্দিষ্ট করে দেয়া হবে।এর আগে সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কে এম নূরুল হুদা।

২০১৪ সালে অধিকাংশ দলের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন নির্বাচনে ভোটের হার কমতে থাকে। যাকে গণতন্ত্রের জন্য ‘অশনি সংকেত’ বলে মনে করেন অনেকে। কে এম নূরুল হুদা নির্বাচন কমিশনে যোগ দেওয়ার দুই বছরের মাথায় একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৪০ শতাংশ, তা নিয়েও রয়েছে অনেক অভিযোগ।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে মাত্র ২২ শতাংশ ভোটগ্রহণ ইসির মাথায় চিন্তার ভাঁজ ফেলেছিল। তারপরেও তাদের জন্য উৎসাহের উপলক্ষ ছিল তার আগে বিভিন্ন পৌরসভায় ইভিএমে ৮০ শতাংশের উপরে ভোটের হার।