৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪০
শিরোনাম:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ দলের একাদশে এসেছে দুই পরিবর্তন। সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমানের বদলে আজ মাঠে নামছে শফিউল ইসলাম ও আল আমিন হোসাইন। অপরদিকে জিম্বাবুয়ে দলের হয়ে আজ নেতৃত্ব দিবেন শন উইলিয়ামস। তাদের একাদশেও এসেছে দুটি পরিবর্তন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৭৯ ও মাহমুদউল্লাহ ০ রানে ক্রিজে আছেন। লিটন দাস ৯ রানে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান। এরপর একাদশ ওভারে শান্ত ৬ রানে ফেরেন। তামিম ইকবাল ক্যারিয়ারের ৪৮তম ফিফটি তুলে নিয়েছেন। মুশফিক ৫০ বলে ৫৫ রানে ফেরেন।

এর আগে সিলেটে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-০’তে এগিয়ে মাশরাফি’র দল। আর তাই তো সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চাই টাইগাররা। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানের জয় পেয়েছিল বাংলাদেশ।

 বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল,  লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ,  মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

 জিম্বাবুয়ে একাদশ:  তিনাশি কামুনহুকামুয়ে,  রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো,  চার্ল মুম্বা ও চার্ল্টন শুমা।।