১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
শিরোনাম:

মরতেই যখন হবে বীরের মত মরব, আন্দোলনের সময় এসে গেছে, বললেন মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ওরা (আওয়ামী লীগ) আপনাদের (বিএনপি) ঘাড়ে চেপে বসে আছে, একথা সবাই জানে। তাই ওদেরকে ঘাড়ে করে সমুদ্র পর্যন্ত নিয়ে যদি ফেলে দিতে পারেন তবেই ঘাড় থেকে নামবে, তাছাড়া নামবে না।

অভিযোগ করে মান্না বলেন, নেত্রী দুই বছর কারাগারে। মিছিল মিটিংয়ে আমরা পুলিশি হয়রানির শীকার হচ্ছি। ঘরের ভিতরে আলোচনা করতেও অনুমতি লাগে। সেখান থেকেও নেতাকর্মীদের গ্রেফতার করে।

তিনি বলেন, মিশর, ভেনিজুয়েলা ও সুদানের দিকে তাকান, তাদেও দল ও নেতা ছিল না, মানুষ নিজ নিজ দাবিতে রাস্তায় নেমেছিল। এখন আমাদেরও দল ও নেতাদের দিকে তাকিয়ে থাকার সময় নেই। তিনি আরও বলেন, সরকার তেমন শক্তিশালী না। আমাদের আন্দোলনে আপনারাও শরিক হন, তাহলেই আন্দোলন ত্বরান্বিত হবে।

বুধবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে মান্না এসব কথা বলেন।