১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৩
শিরোনাম:

বঙ্গবন্ধুর জন্মক্ষণে সারাদেশে একযোগে আতশবাজি ফুটবে, বললেন ওবায়দুল কাদের

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণে ঢাকাসহ সারাদেশে একযোগে আতশবাজি ফুটানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন. জাতির পিতা ১৯২০ সালের ১৭ মার্চ রাত আটটার দিকে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাই এদিনে বঙ্গবন্ধুর জন্মক্ষণেই আতশবাজির আয়োজন করা হয়েছে। এদিন দেশের জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি ফোটানো হবে।

তিনি বলেন, মানবতা ও মানবস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।