১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
শিরোনাম:

ইন্টারপোলকে ৮ অর্থপাচারকারির তালিকা দিলো দুদক

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে অর্থপাচার করে যারা বিদেশে অবস্থান করেছেন এমন ৮ জনের একটি তালিকা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে দেওয়া হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, আমাদের কাছে ৬০ থেকে ৭০ জনের একটা তালিকা আছে। সাত-আটজনের তালিকা ইতোমধ্যে ইন্টাররপোলে গেছে। তবে তাদের নাম আমি বলতে চাচ্ছি না, নাম বললে হয়তে তারা স্থান পরিবর্তন করতে পারে।

ইকবাল মাহমুদ বলেন, আমরা মূলত অন্যায়-অপরাধটাই দেখি। কেউ আমাদের অর্থ আত্মসাৎ করেছে কিনা বা আবার কেউ সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, এমন ব্যক্তিরা। কে প্রভাবশালী, আর কে প্রভাবশালী নন, তা আমাদের দেখার কথা না। তিনি বলেন, সিঙ্গাপুরে একটি দল পাঠানোর কথা ছিল, সেই অর্ডার আমাদের হয়ে আছে। টিমও রেডি ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে সেখানে একটা সমস্যা হয়েছে।