১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
শিরোনাম:

১৪ মার্চ থেকে ঢাকা-কলকাতা-দিল্লির সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান

বৃহস্পতিবার দুপুরে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ কথা জানান। আরও জানানো হয়, আটকে পড়া যাত্রীদের ১৫ মার্চ কলকাতা ও  ১৬ মার্চ চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আনা হবে। যমুনা ও ‍ডিবিসি টিভি

এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরণের ভিসা বাতিল করলো ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯কে বৈশ্বিক মহামারি ঘোষণা দেবার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্তের কথা জানায় তারা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন এবং প্রকল্প ভিসা এই আওতার বাইরে থাকবে।

১৩ মার্চ আন্তর্জাতিক সময় দুপুর ১২টায় কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। সরকার বলছে, ‘ওসিআই কার্ডধারীদের বিনা ভিসায় ভ্রমণও বন্ধ থাকবে।’ এছাড়াও বলা হয়েছে কোভিড-১৯ ছড়িয়ে পড়া দেশ যেমন চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে আসা ভারতীয় নাগরিকদের ১৪ দিন অবশ্যই কোয়ারান্টাইনে থাকতে হবে।