১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

করোনা পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাববে সরকার, বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন। সময় টিভি

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে।

এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে পাবলিক প্লেস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। তবে দেশে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

এদিকে করোনার কারণ পর্তুগাল ও আয়ারল্যান্ডের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।