১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৫
শিরোনাম:

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো আতঙ্ক তৈরি হচ্ছে, বললেন আবুল কালাম আজাদ

শুক্রবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের এই মহাপরিচালক বলেন, বিদেশ থেকে যারা দেশে ফিরছে তাদের বেশির ভাগ লোক হোম কোয়ারেন্টাইনে থাকে না, এজন্য করোনাভাইরাস সনাক্ত এবং প্রতিরোধের জন্য ভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, রোগটি প্রতিহত করার জন্য সব বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রচারণার মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। বিদেশ থেকে কেউ এলে কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে। এজন্য আইন প্রণয়নসহ কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইন না মানলে অথবা করোনাভাইরাস শরীরে থাকা অবস্থায় না জানিয়ে চিকিৎসা করলে বা তথ্য গোপন করলে তাকে ৩ মাসের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হবে। গুজব রটানো বা মিথ্যা তথ্য দিলে ২ মাসের কারাদন্ড অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড করা হবে।

আবুল কালাম আজাদ বলেন, প্রশাসনসহ জনগণের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে। যাতে সকলেই সব নিয়মকানুন মেনে চলে। তবে সবাইকে সচেতন হতে হবে।