১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৪
শিরোনাম:

৭ থেকে ৮ দিনের মধ্যে আরও ৮টি করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক সচিবালয়ে করোনাভাইরাস নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে ব্রিফিংয়ে একথা বলেন । সময় টিভি

তিনি বলেন, দেশে ১৮ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন। দেশের মানুষকে ঝুঁকিতে না ফেরতে বিদেশ ফেরত নাগরীকদের আহ্বান জানান। ডিবিসি টিভি

তিনি জানান, দুই ধরনের টেস্টিং কিট দিয়ে বিভিন্ন ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত কিট রয়েছে। করোনা শনাক্তকরণে আরও ৫০ হাজার কিট অর্ডার দেয়া হয়েছে। চ্যানেল২৪

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। আমরা যদি সেফল কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যথাযথভাবে নিতে পারি তাহলে ভয়ের কিছু নেই, করোনা ছড়াবে না। সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। জেলা পর্যায়ে ডিসি, এসপি, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বাররা কাজ করছেন। সিটি করপোরেশনের মেয়র, কমিশনাররাও কাজ করছেন। জাগোনিউজ

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় বিদ্যুৎ জ্বালানি খাতের ব্যবসায়ীদের সহায়তায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার করোনা শনাক্তকরণ কিট ও ৫০ হাজার পিপিই প্রদান করা হবে। শিগগিরই এসব হস্তান্তর করা হবে।