৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৯
শিরোনাম:

কোভিড-১৯ এ বিশ্বে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে, ইতালিতেই মারা গেছে ৫ হাজারের বেশি, মেডিকেল কর্মি ও সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

বিশ্বের ১৯১ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৭৯৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৬৪৮ জন। সুস্থ হয়েছেন ৯৯ হাজার ১৬৫ জন। সিএনএন, ইয়ন, এপি

একদিনে ইতালিতে এ ভাইরাসে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে। আক্রান্ত হেয়েছ ৫৯ হাজার ১৩৮ জন। এই হিসেবে দেশটিতে আক্রান্তের হার বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।সুস্থ হয়েছে ৭ হাজার ২৪ জন। মস্কোর চকালোভস্কি সামরিক বিমানবন্দরে নয়টি হাল্কিং ইল-৭৬ কার্গো বিমান ইতালিতে করোনভাইরাস মোকাবিলায় মেডিকেল কর্মী ও সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিছে ।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে ৪৭০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ১৭৪ জন।

স্পেনে মারা গেছে ১ হাজার ৪১৩ জন এবং আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯০৯ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৫৭৫ জন।

জার্মানিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৭ জন এবং আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৭৮ জন।

ইরানে এ পর্যন্ত ১ হাজার ৬৮৫ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন।

যুক্তরাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫১ জন এবং মারা গেছে ২৮১ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে গত ৪ দিনে দেশটির স্থানীয় কেউ আক্রান্ত হয়নি। চীনে এ পর্যন্ত ৮১ হাজার ৯৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ২৭০ জন।