১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২
শিরোনাম:

ঢাকার তেজগাঁও ৩০০ বেডের হাসপাতাল তৈরি করছে গণস্বাস্থ্যকেন্দ্র, আকিজ গ্রুপ ৬ বিঘা জমি ১ বছর ব্যবহারের অধিকার দিয়েছে, জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

খ্যাতিমান এই চিকিৎসক আরও বলেন, গণস্বাস্থ্য নিজে এই হাসপাতাল নির্মাণে অর্থায়ন করছে, আকিজ গ্রুপও কিছু টাকাপয়সা দিয়েও সহযোগিতা করছে। অন্যান্য ব্যবসায়ীদের কাছেও অর্থ সহযোগিতা নেবো।

চীনের উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য হাসপাতালটি নির্মিত হচ্ছে, এটি হবে খুবই উন্নতমানের।

হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, কোনোরকম বাধা না এলে এপ্রিলের মধ্যে হাসপাতাল নির্মাণ শেষ হবে।

প্রতিদিন ওই হাসপালে কয়েকশ লোকের টেস্ট করা যাবে।

২০টি আইসিইউ থাকবে, ৩০টি আইসোলেশন ইউনিট থাকবে। খুবই উচ্চমান সম্পন্ন হাসপাতাল হবে।

১৮৫/৮৬, তেজগাঁও বাণিজ্যিক এলাকায় হবে এই হাসপাতাল।

আওয়ামী লীগের কিছু গুন্ডা এ নিয়ে সমস্যা করছে। ভাঙচুর করেছে। সব রকম সহযোগিতা করা সরকারের দায়িত্ব। আমরা তাদের সহযোগিতা প্রত্যাশা করছি।