৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৩
শিরোনাম:

করোনোভাইরাস: সারাবিশ্বে শনাক্ত প্রায় ২৫ লাখ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭০ হাজার

য়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২৪ লাখ ৮১ হাজার ০৪০ জন। প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪২৫ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৭৭৪ জন।

করোনায় সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। ক্ষমতাধর এই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৪২ হাজার ৫১৪ জন। দেশটিতে বর্তমানে শনাক্ত ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ৩৮৯ জন।

স্পেনে বর্তমানে শনাক্ত ২ লাখ ২১০জন। মারা গেছেন ২০ হাজার ৮৫২ জন। সুস্থ হয়েছেন ৮০ হাজার ৫৮৭ জন।

ইতালিতে বর্তমানে শনাক্ত ১ লাখ ৮১ হাজার ২২৮ জন। মারা গেছেন ২৪ হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৮৭৭ জন।

ফ্রান্সে বর্তমানে শনাক্ত ১লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪০৯ জন।

জার্মানিতে বর্তমানে শনাক্ত ১ লাখ ৪৭ হাজার ৬৫ জন। মারা গেছেন ৪ হাজার ৮৬২ জন। সুস্থ হয়েছেন ৯১ হাজার ৫০০ জন।

যুক্তরাজ্যে বর্তমানে শনাক্ত ১ লাখ ২৪ হাজার ৭৪৩ জন। মারা গেছেন ১৬ হাজার ৫০৯ জন।

প্রায় ৪ মাস আগে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা এই ভাইরাসে  এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রুপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মত। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা কয়েক গুন হয়েছে।