১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩২
শিরোনাম:

নানা কারসাজির অভিনব পন্থায় চলছে গরীবের চাল আত্মসাত

করোনার কারণে চলমান সংকটে, দিনে খাদ্য সংকট চরম আকার ধারন করেছে। এমন ভয়াবহ বাস্তবতাতেও কিছু জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী চাল চুরিতে ব্যস্ত। নানা কারসাজি আর অভিনব পন্থা গরীবের জন্য বরাদ্দকৃত এসব চাল আত্মসাত করছেন তারা। যদিও স্থানীয় সরকার বিভাগ বলছে, অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে, ভবিষ্যৎে এধরনের অপকর্মে ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নিউজ ২৪

দু মুঠো খাবারের সন্ধানে নিরন্ন কিছু মানুষ বিপ্লবী হয়ে রাজপথে নেমেছেন। কোথাও কোথাও স্থানীয় জনপ্রতিনিধির বাসা বা কার্যালয় ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটেছে। খাদ্য সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং সুষ্ঠভাবে বণ্টন না হওয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল ও তিনটি খালি বস্তা সহ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত এসব চাল খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন তারা। এঘটনায় অভিযুক্ত মো: শাহজাহান সাজু এবং ঈসমাইল হোসেন খাঁনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমান আদালত।

কুষ্টিয়ায় চাল মজুদ রাখার বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে তদন্ত কাজে বাধা দিতে উল্টো শোডাউন করেছেন অভিযুক্ত কমিশনার আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম বাবু। মঙ্গলবার চৌড়হাসে চাল মজুদ রাখা, সিলগালা করা অটোর গ্যারেজ পরিদর্শনে গেলে সেখানে এ ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহে কয়েকজন সাংবাদিকরা সেখানে গেলে পৌর কমিশনারের লোকজন তাদেরকেও অবরুদ্ধ করে রাখে।