২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:২১
শিরোনাম:

শরণখোলায় ভেজাল সেমাই তৈরীর করায় কারখানা মালিককে জরিমানা

নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলায় ভেজাল সেমাই তৈরীর করায় সময় রুবেল হাওলাদার (৩৫) নামের এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারের কাঠপট্টিতে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন। ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক সুকুমর চন্দ্র শিকদারকে সাথে নিয়ে বাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালানো হয়।

অনুমোদনবিহীন ওই কারখানায় নিমন মানের ভেজাল সেমাই তৈরী করতে দেখাযায়। এসময় কারখানার মালিক রায়েন্দা বাজারের মজিবর রহমান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদারকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দ করা নিমনমানের তিন মন খোলা সেমাই নদীতে ফেলে ধ্বংস করা হয়।