২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৮
শিরোনাম:

কলাপাড়ায় করেনা উপসর্গনিয়ে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আট টার দিকে উপজেলার মহিপুর থানার আলীপুরের আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। তিনি জানান, সে দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃত্যু ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে আশা সবার
নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, সে পেশায় একজন পল্লী চিকিৎক। মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার নয় দিনের মাথায় তার মৃত্যু হয়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।