১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম:

ভ্যাকসিন আসার আগেই প্রাকৃতিকভাবে করোনাভাইরাস নিঃশেষ হয়ে যাবে!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক অনকোলজিস্ট ক্যারল সিকোরা বলেছেন সত্যিই করোনাভাইরাস আপনা আপনি প্রাকৃতিকভাবে বিলুপ্ত হওয়ার সুযোগ রয়েছে। টুইটারে ইউনিভার্সিটি অব বাকিংহাম মেডিকেল স্কুলের ডিন বরেছেন ধারণার চেয়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এর সংক্রমণের গতি ধীর করে দিতে পারলে তা আপনা আপনি দুর্বল হয়ে পড়বে। এরআগেও অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে এটি দেখা গেছে। আরটি

টুইটারে ক্যালল সিকোরার এ বিবৃতিতে বেশ সাড়া পড়ে এবং অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকলে তিনি জানান এটি তার ব্যক্তিগত মতামত এবং করোনাভাইরাসের একটি সম্ভাব্য পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমাদের শুধু আরো কিছু দিন শারীরিক দূরত্ব বজায় রাখতে অভ্যস্ত হতে হবে।

গত সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় করোনা মোকাবেলায় ৮টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আরো ১১০টি প্রতিষ্ঠান প্রাক ক্লিনিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। চীন ও ব্রিটেন মানুষের ওপর ভ্যাকসিন প্রয়োগ করতে শুরু করেছে।

কিন্তু এখনো স্পষ্ট নয় যে করোনাভাইরাসের সফল চিকিৎসা কবে নাগাদ মিলবে। গবেষণার ফলাফল ইঙ্গিত দিচ্ছে তা পেতে কয়েক মাস বা বছর লেগে যাবে। ইউএস ন্যাশনাল ইন্সটিটিউট অব এ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান এ্যান্থনি ফাউচি সাবধান করে বলেছেন কার্যকর ভ্যাকসিন মেলার কোনো গ্যারান্টি নেই।

বছরের পর বছর গবেষণা ও পরীক্ষার পরও সারস’এর ভ্যাকসিন এখনো মেলেনি।