১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৯
শিরোনাম:

মিরপুরে বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, গাড়ি ভাংচুর

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পোশাক শ্রমিকরা বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছেন। শতভাগ বোনাসের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকেন। চ্যানেল২৪ ও বাংলানিউজ

[৩] ওপেক্স গার্মেন্টস লিমিটেডের শ্রমিক মো. মিজান বলেন, আমাদের অর্ধেক বেতন দিয়েছে। কিন্তু আমাদের বোনাস এখন পর্যন্ত দেয়নি। অন্যসব গার্মেন্টসে বোনাস শতভাগ দিয়েছে। কিন্তু আমাদের গার্মেন্টস থেকে অর্ধেক বোনাস দেবে বলছেন মালিকপক্ষ‌। অন্য গার্মেন্টসের শ্রমিকদের মত আমরাও শতভাগ ঈদ বোনাস চাই। রোববার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বোনাসের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। আজকেও আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবো।

[৪] কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, পোশাক শ্রমিকরা তাদের শতভাগ বোনাসের দাবিতে আন্দোলন করছেন। মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা আছেন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন কোনো ধরনের ভায়োলেন্স সৃষ্টি না করে। ভায়োলেন্স করে যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেয়।