১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০
শিরোনাম:

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পূর্ণ বেতন ও ঈদ বোনাসের দাবিতে টঙ্গীর তিলারগাতি এলাকার ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট ও ইভেন্স গ্রুপের ৩টি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বুধবার (২০ মে) সকাল থেকে বিক্ষোভ জানিয়ে পথে নামেন তারা। বাংলা ও জাগোনিউজ

[৩] বেলাল মিয়া ও শাহীদা আক্তার নামে দুই পোশাককর্মী জানান, এই করোনা পরিস্থিতিতেও কারখানা কর্তৃপক্ষ মূল বেতনের ৬০ শতাংশেরও কম বেতন দিয়েছে। শুধু তাই নয়, তারা বিজিএমইএ’র নির্দেশ মতো বোনাস না দিয়ে ২৫ শতাংশ দিতে চাচ্ছে। মঙ্গলবারও কারখানার জিএম’র সঙ্গে বৈঠকে তাদের বেসিকের ৫০ শতাংশ বোনাস ও ৭ দিনের হাজিরার টাকা দাবির কথা জানানো হয় বলে জানায় তারা। অথচ বুধবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা কারখানার প্রধান ফটকে তালা মারা দেখতে পান। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।