২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:১৮
শিরোনাম:

কোটি মুসলিমের দুয়ারে কড়া নাড়ছে এক অন্যরকম ঈদ

আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদুল ফিতর। মুসলিমদের বড় বড় উৎসবের একটি এই ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পাশাপাশি মুসলিমরা অপেক্ষায় থাকে উৎসবটির জন্য। প্রতিবছর এ উৎসবে শহরের কর্মজীবী মানুষেরা গ্রামে ফেরে। পরিবারের সঙ্গে ভাগাভাগি করে উপভোগ করেন ঈদের আনন্দ।

ঈদের আগের দিন দিবাগত রাত জেগে আড্ডা ও হইহুল্লড় করেন অনেকেই আর ফজরের নামাজের পর থেকে শুরু হয় প্রস্তুতি। গোসল করে নানা রঙের নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি-পাজামা পরিধান করে ঈদের নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি, সেমাই-ফিরনিতে মিষ্টিমুখ করা, পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে আড্ডায় জমে ওঠে ঈদের আনন্দ।